বাংলা সংবাদ২৪ ডেস্ক– হাসপাতাল থেকে সুরক্ষা পোশাক (পিপিই) রেইনকোট ভেবে চুরি করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক ফল বিক্রেতা। ভারতের মহারাষ্ট্রের নাগপুরে এ ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে জানা যায়, নাগপুরের ওই ফল বিক্রেতা গত বুধবার মদ্যপ অবস্থায় দুর্ঘটনার কবলে পড়েন।
তাকে এরপর ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চোট গুরুতর না হওয়ায় হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি ফেরার সময় ওই ব্যক্তি হাসপাতালে পরে থাকা একটি পিপিই চুরি করে আনেন । এরপরই স্বাস্থ্য দপ্তরের লোকজন ওই ফল বিক্রেতার সঙ্গে যোগাযোগ করলে রেইনকোট মনে করে পিপিই চুরি করেছেন বলে জানান তিনি। পরে ওই পিপিই উদ্ধার করে জ্বালিয়ে দেওয়া হয়।
এদিকে, এ ঘটনার পর ফল বিক্রেতার করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। পরে ওই ফল বিক্রেতার সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও করোনা টেস্ট করানো হয়।