বুধবার১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনায় আক্রান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি গতকাল রবিবার পরীক্ষার মাধ্যমে করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত হন।
ড. জাফরুল্লাহ চৌধুরী  বলেন, গতকাল ইফতারের আগে আমার জ্বর আসে সেইসঙ্গে কাশি দেখা দেয়।

এরপর গণস্বাস্থ্যের কিট দিয়েই পরীক্ষা করি। আর এন্টিজেন পজিটিভ আসে। আমি করোনায় আক্রান্ত হবার কারণে সঙ্গে সঙ্গে আইসোলেশনে চলে যাই। তিনি আরও বলেন, গণস্বাস্থ্যের কিট আছে বলেই সঙ্গে সঙ্গে জানতে পেরেছি।

না হলে আমি ১শ’ জনকে আক্রান্তও করে ফেলতে পারতাম। তিনি ভালো আছেন জানিয়ে রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।।