বুধবার২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভারত মুজিব বর্ষে ১৫০ অ্যাম্বুলেন্স দেবে বাংলাদেশকে

বাংলা সংবাদ২৪ ডেস্ক– জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১৫০টি অ্যাম্বুলেন্স দেবে ভারত। আজ বুধবার দিল্লির হায়দরাবাদ হাউজে সফররত বাংলাদেশের ২০ সাংবাদিকের প্রতিনিধি দলকে এ তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের আয়োজন করেছে। শ্রিংলা বলেনএটি আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার। তিনি পরে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেকর্ডকৃত ভিডিও বার্তা দেবেন বলে জানান পররাষ্ট্র সচিব।

এর আগে মুজিব বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে তার সফর বাতিল করা হয়। নরেন্দ্র মোদি ছাড়াও মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বন্ধুপ্রতিম দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসছেন না।

এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সীমিত পরিসরে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।।