বুধবার১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নিম্নমানের ব্রিজ নির্মাণ করার গ্রামবাসীর গণপিটুনিতে ছাত্রলীগ নেতা নিহত

বাংলা সংবাদ২৪ সংবাদদাতা– নিম্নমানের কাঁচামাল দিয়ে ব্রিজ নির্মাণ করার অভিযোগ এনে খুলনার কয়রায় গ্রামবাসীর গণপিটুনিতে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। ২ মার্চ (সোমবার ) সকালে গুরুতর আহত অবস্থায় ঢাকায় আনার পথে মৃত্যু হয়।

 স্থানীয়রা বলেন, রোববার (১ লা মার্চ) বিকেলে কয়রার বাইলহারানিয়া গ্রামের বাতিকাটা খালের ওপর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেলের ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা ব্রিজ নির্মাণের কাজ করছিলেন। এ সময় নিম্নমানের কাঁচামাল দিয়ে ব্রিজ নির্মাণের অভিযোগ করেন স্থানীয়রা

এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা দেখা দেয়। এক পর্যায়ে রাসেলকে গণপিটুনি দেন গ্রামবাসী। এতে মাথায় গুরুতর আঘাত পান । স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানন্তরিত করা হয়। ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।