বাংলা সংবাদ২৪ ডেস্ক– পার্লামেন্ট সদস্য মাহমুদ সেদেঘি এ ভাইরাস সংক্রমিত হয়েছেন। মঙ্গলবার এ তথ্য জানানো হয়। সরকার ৯৫ জন সংক্রমিত হওয়ার খবর দিয়েছে। তবে এ সংখ্যা অনেক বেশি বলে ধারণা করা হয়। রয়টার্স, বিবিসি।
দেশটিতে হঠাৎ করে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। হারিচি সোমবার সংবাদ সম্মেলনে এসে বারবার কপাল মোছেন। টুইটে ওষুধ সেবন ও কোয়ারান্টাইনে থাকার কথা স্বীকার করেন। বলেন, এই পৃথিবীতে বেঁচে থাকব, সেই আশা আর বেশি করছি না।
ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশজুড়ে সঙ্গীত অনুষ্ঠান ও ফুটবল ম্যাচ বাতিল করেছে ইরান। অনেক প্রদেশে স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হয়েছে। ইরান থেকে যাওয়ার পর কানাডা, লেবানন, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে কয়েকজনের করোনাভাইরাস ধরা পড়ায় বেশ কয়েকটি দেশ তাদের সঙ্গে ফ্লাইট বাতিল করেছে। কয়েকটি দেশ সীমান্তও বন্ধ করে দিয়েছে।
ওমানের খাসাব বন্দরে ইরান থেকে আমদানি-রপ্তানি বন্ধ করা হয়েছে। করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয় কওম শহর ও মাশহাদে। সেখানে শিয়া ধর্মীয় স্থাপনাগুলো এখনও চালু রয়েছে। দেশটিতে মাস্ক ফুরিয়ে গেছে, করোনাভাইরাস পরীক্ষার পর্যাপ্ত কীটও নেই। বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও সংক্রমিত হয়েছেন। কিছু দিন পর চিকিৎসক ও নার্স সঙ্কট দেখা দেবে।