রবিবার২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ২৬শে রজব, ১৪৪৬ হিজরি১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমিকার মাথা কাটতে চেয়েছেন ম্যারাডোনা!

স্পোর্টস ডেস্ক- ফুটবলের জীবন্তকিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা বিভিন্ন কারণে প্রায়ই আলোচনা-সমালোচনার মুখোমুখি হন। যেন খবরের শিরোনাম হয়েই থাকতে চান আর্জেন্টাইন এই মহাতারকা।
এবার নিজের চেয়ে ৩০ বছরের ছোট প্রেমিকা রোসিও অলিভাকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বেশ সমালোচনার মুখে পড়েছেন এ ফুটবল ঈশ্বর।
অলিভার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে আর্জেন্টিনার টিভি শো ‘লা রেড’– এ ম্যারাডোনা বলেন, ‘বউ পেটানোর মানসিকতা আমার নেই। কিন্তু অলিভার মাথাটা সত্যিই কেটে ফেলতে ইচ্ছে করেছিল।
হঠাৎ কেন এমন ইচ্ছে করেছিল? ফুটবল রাজপুত্র জানান, অলিভা তার বিশ্বাস ভঙ্গ করেছে। ভালোবাসা হারিয়েছে। অলিভা আমার জীবনে আর নেই। ওর পরিজনদের থাকার জন্য আমি যে বাড়িটা দিয়েছিলাম, সেটিও এখন আমি ফেরত চাই।
১৯৮৬-২০০৩ সাল পর্যন্ত ক্লডিও ভিলাফেনের সঙ্গে থাকতেন ম্যারাডোনা। ক্লডিওর সঙ্গে বিচ্ছেদের পরেই তার জীবনে আসেন অলিভা। ম্যারাডোনার সঙ্গে অলিভার সম্পর্কের অনুঘটক ফুটবল-ই। অলিভা নিজে মহিলা ফুটবলার। আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবে চুটিয়ে খেলেছেন।