শনিবার৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাহুবলে শতবর্ষী করাঙ্গী ব্রীজের করুন দশা

আজিজুল হক সানু, বাহুবল(হবিগঞ্জ)–  বাহুবলের শতাধিক বছরের পুরনো ব্রীজটি মরণফাদেঁ পরিনত হয়ে পড়েছে। উপজেলা সদরের করাঙ্গী নদীতে নির্মিতি করাঙ্গী ব্রীজটি এখন ভারি বহনে কাপছে। যেকোন সময় ব্রীজটি ধ্বসে পড়ে প্রাণহানি ঘটতে পারে এ আশংকায় এলাকাবাসী আতংকিত। দুর্ঘটনার কারনে বাহুবল বাজারের সাথে এলাকার উতরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়তে পারে। এমনটি ধারনা করেছেন স্থানীয়রা।

জানা গেছে, শতবছর পূর্বে এ ব্রীজ টি নির্মিত হলে করা হয়েছিল। বর্তমানে ধারণক্ষমতা হারিয়ে ফেলেছে। ব্রীজের সাইড দেয়াল সহ উপরাংশে ভাঙতে শুরু করেছে। নিরাপত্তার স্বার্থে এলাকাবাসী ব্রিজের পাশে বাঁশ দিয়ে দেয়ালের নিরাপত্তার কাজ চালাচ্ছেন। ব্রীজের দুর্বলতায় প্রায়ই যানজট লেগে থাকা বাহুবলবাসীর জন্য দুর্ভোগ পোহাতে হয়েছে।

এলাকাবাসী দ্রুত ব্রীজটি নির্মানের দাবী জানিয়েছেব। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান ভুইয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান ব্রীজ নির্মান সময়ের দাবী। নির্মানের প্রক্রিয়া চলমান আছে । উর্ধতন কর্তৃপক্ষের নজরে দেয়া হয়েছে।