রবিবার১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাব্বির ছক্কায় সবাইকে ছাড়িয়ে

বাংলা সংবাদ২৪ ডেস্ক।। ক্রিকেট কিংবা ক্রিকেটের বাইরে যেখানেই হোক সাব্বির সবসময়ই হট টপিক। তবে যতই সমালোচনা হোক একটা দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন সাব্বির রহমান। বিপিএলে ছক্কা মারার তালিকায় বাংলাদেশীদের মধ্যে সবার উপরে সাব্বির। তিনি ছক্কা মেরেছেন ৫৫টি।
সাব্বিরই একমাত্র বাংলাদেশী যিনি ৫০ বা তার বেশি ছক্কা মেরেছেন। ৪৯ ছক্কা নিয়ে মাহমুদুল্লাহ ৩য়, ৪৬ টি করে ছক্কা মেরে এনামুল হক বিজয় ও মুশফিকুর রহিম আছেন যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে।
সবমিলিয়ে তার উপরে আছেন শুধু ক্রিস গেইল। বিপিএলে দ্যা ইউনিভার্সাল বসের ছক্কা সংখ্যা ১১০টি।