রবিবার১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে গ্রেফতার আওয়ামী লীগের আলোচিত নেতা  দুই ভাই

ক্যাসিনো কারবারি রাজধানীর গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক এনু এবং তার ভাই একই কমিটির সহ-সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইড)।

১৩ জানুয়ারি  (সোমবার) পৃথক দুটি অভিযানে তাদর গ্রেফতার করা হয়। সিআইডির গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন তথ্যটি নিশ্চিত করেন। এ বিষয়ে সংবাদ সম্মেলন বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।

গত বছর ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকেই তারা দুই ভাই পলাতক ছিলেন। গত ২৪ সেপ্টেম্বর সকালে গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক এবং তার ভাই থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়ার (পুরান ঢাকা ৩১ নম্বর বানিয়ানগর) বাসায় অভিযান চালায় র্যাব। সেখান থেকে পাঁচ কোটি টাকা এবং ৭৩০ ভরি সোনা উদ্ধার করে র্যাব।

এর পর ২৩ অক্টোবর তাদের বিরুদ্ধে গেণ্ডারিয়া থানায় দুটি আলাদা মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একাধিক বার অভিযান চালিয়েও তাদের গ্রেফতার করা যায়নি। অবশেষে সোমবার ধরা পড়লেন আলোচিত এ দুই ভাই। নেতা