রবিবার২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের উদ্যোগে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

ইসারুল ইমরোজ, চাঁপাইনবাবগঞ্জ :- মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড স্টান্ডার্ড স্কুলের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকাল ৮ টায় স্কুল প্রাঙ্গন হতে একটি র্যালী বের হয়।র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে শেষ হয়।

পরে স্কুলের শিক্ষক কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান অন্যান্য পরিচালকবৃন্দ স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করার অঙ্গীকার ব্যক্ত করেন।