বৃহস্পতিবার২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ড. মুজাম্মিল আলীর মৃত্যুতে ইবিতে দোয়া অনুষ্ঠিত

এম বি রিয়াদ ইবি- প্রফেসর ড. মুজাম্মিল আলী আল মাদানী’র মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ‘গ্রীণ ফোরাম’ এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রীণ ফোরামের সভাপতি প্রফেসর ড. মোঃ আবু সিনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ফ.ম আকবর হোসাইন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল লতিফ, দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আফাজ উদ্দীন, জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মো: আশরাফুল আলম এবং প্রফেসর ড. আ. খ. ম. ওয়ালী উল্লাহ।

অনুষ্ঠান শেষে ড. মুজাম্মিল আলী আল মাদানীর আত্মার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর অসুস্থতাজনিত কারণে প্রফেসর ড. মুজাম্মিল আলী কুষ্টিয়ার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।