বুধবার১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদ ঘোড়ায় চড়ে ভিক্ষা করে ভাইরাল!

ছবি-সংগৃহীত।

বাংলা সংবাদ২৪ ডেস্ক– জামালপুরের ফরিদ বহুল প্রচলিত একটি প্রবাদ সত্য প্রমাণ করেলন। তিনি ঘোড়ায় চড়ে ভিক্ষা করে ভাইরাল হয়েছেন। ফরিদ শারীরিক প্রতিবন্ধী ভিক্ষাবৃত্তি করেন ঘোড়ায় চড়ে। ঘুরে বেড়ান শহর থেকে গ্রাম, রোজগারও ভালো হয়। সোমবার শহরের দয়াময়ী এলাকার ঘোড়ায় চড়ে তার ভিক্ষাবৃত্তির ছবি ভাইরাল হয় ফেসবুকে।

ফরিদ জানান, গত একমাস ঘোড়া ছাড়া ভিক্ষা করে দিনে তার আয় ছিল তিন শ থেকে সাড়ে তিন শ টাকা। তবে বর্তমানে ঘোড়ায় চড়ে সারাদিন ঘুরে তার আয় পাঁচ শ টাকা ছাড়িয়ে গেছে। তিনি সাংবাদিকদের জানান, বিয়ে করেছেন ১০ বছর আগে সেই সময় থেকে তিনি ঘোড়ায় চড়ে ভিক্ষা করেন। স্ত্রীকে নিয়ে ভালোই চলে তার সংসার।