রবিবার১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইবিতে হিসাববিজ্ঞান বিভাগের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

ছবি- ইবি প্রতিনিধি।

ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হিসাববিজ্ঞান বিভাগের ২১তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের ২১২ নম্বর কক্ষে বিদায়ী সংবর্ধনা শুরু হয়।

এসময় বিভাগীয় সভাপতি প্রফেসর ড. আব্দুস শহীদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. অরবিন্দ সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. আবু সিনা, প্রভাষক কামাল হোসাইন, কামাল উদ্দীন, নাজমুল হুদা। এছাড়াও তামিম, অমিত, মৃদুল, উজ্জ্বল, আদিত, শারমিন সুমি, বাবলু, সুরেন্দ্রনাথ সহ বিভাগীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের জন্য পরবর্তী জীবনের জন্য মঙ্গল কামনা করা হয় এবং তাদের মাঝে বিদায়ী ক্রেস্ট প্রদান করা হয়। ২১ তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্য প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. শাফায়েত হোসেন।