শনিবার১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৯ম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

ইসারুল, চাঁপাইনবাবগঞ্জ :-চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ২৮ নভেম্ববর রাতে এ ঘটনা ঘটে।

নিহত উপজেলার শ্যামপুর বাবুপুর গ্রামের আজিজুল হকের মেয়ে আরিফা খাতুন (১৫)। সে ভবানীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার্থী ছিল।

নিহত আরিফার বাবা আজিজুল হক জানান, আমার মেয়ে গতরাতে প্রতিদিনের মতো পড়াশোনা ও খাওয়া দাওয়া শেষে ছোট মেয়ে সহ ঘুমাতে যায়, এরপর সকাল ৬ টায় ছোট মেয়ে মারুফার ঘুম ভাঙলে ফ্যানে ঝুলন্ত লাশ দেখে তাৎক্ষনিক দরজা খুলে তার মাকে জানালে বাড়ির লোকজন ফ্যানে ঝুলন্ত লাশ দেখতে পায়।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই আবদুল মতিন জানান, আত্মহত্যার বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। এখন লাশ ময়না তদন্তের ব্যবস্থা চলছে