বৃহস্পতিবার১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্লেন্ডার বিস্ফোরণে মা-ছেলে-মেয়ে দগ্ধ

বাংলা সংবাদ২৪ ডেক্স– মানিকগঞ্জে মুন্নু টেক্সটাইল মিলের আবাসিক এলাকার একটি বাসায় ব্লেন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।গতকাল শনিবার রাতে ওই টেক্সটাইল মিলের প্রকৌশল বিভাগের ইনচার্জ ইব্রাহিম হোসেনের বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন প্রকৌশলী ইব্রাহিম হোসেনের স্ত্রী আসমা বেগম (৫০) মেয়ে সুমাইয়া আক্তার (৮) ও ছেলে আরিফ হোসেন (১৫)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, মুন্নু টেক্সাটাইল মিলের প্রকৌশল বিভাগের ইনচার্জ ইব্রাহিম হোসেনের বাসায় শনিবার রাত ১০টার দিকে ব্লেন্ডার চালানোর সময় হঠাৎ বিকল শব্দ হয়ে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এ সময় ইব্রাহিমের স্ত্রী ও ছেলে-মেয়ে দগ্ধ হন।