বুধবার১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৪০ লাখ টাকার ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

ইয়াবাসহ আটক ইউসুফ তালুকদার (৭০) এবং তার পুত্র আলমাস তালুকদারকে (৪৬) । ছবি সংগৃহীত।

বাংলা সংবাদ২৪ সংবাদদাতা– পটুয়াখালীর কলাপাড়ার চাকাইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ পিতা-পুত্রকে গ্রেপ্তার করছে ।শনিবার (২ নভেম্বর) ভোরে কলাপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফ তালুকদার (৭০) এবং তার পুত্র আলমাস তালুকদারকে (৪৬) গ্রেপ্তার করে। তবে পরিবারটির মাদক ব্যবসার মূল হোতা ছোট ছেলে বনি আমীন তালুকদারকে (২৭) গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এ চক্রটি ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। শুক্রবার রাতে পুলিশ ক্রেতা সেজে প্রথমে ইয়াবার একটি চালান বের করার পর তাদের আটক করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ হাজার পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। তবে ইয়াবা ব্যবসার মূল হোতা বনি আমিন পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান। জানা গেছে আটককৃত ইয়াবার পাইকরী বাজার মূল্য ৪০ লাখ টাকা।