মঙ্গলবার২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

পাকি সেনার গুলিতে ভারতীয় ২ সেনাসহ নিহত ৩ আহত ৮

বাংলা সংবাদ২৪ ডেক্স–  দুই ভারতীয় সেনা ও একজন বেসামরিক লোক নিহত হয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর গোলাবর্ষণে । এছাড়া আহত হয়েছে ভারতীয় সেনাসহ ৮ জন। জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার তাংঘারে এই ঘটনা ঘটেছে। ভারতের পুলিশ রবিবার এই তথ্য জানায়।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরে লাইন অফ কন্ট্রোলে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনাবাহিনী। পাক সেনা অতর্কিতে গুলি চালায়। যদিও গুলির পালটা জবাব দেয় ভারতীয় সেনা।

এছাড়া রবিবারের পাক সেনার হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে দুটি বাড়িও। একটি গুদাম ঘর সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি গাড়ি। মারা গেছে দুটি গরু।

ভারতীয় সেনা সূত্রে খবর, হঠাৎ সীমান্ত লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাক সেনা। সেই সময়েই সীমান্ত কর্তব্যরত অবস্থায় পাক সেনার গুলিতে নিহত হন ভারতীয় দুই জওয়ান। যদিও সঙ্গে সঙ্গে গুলির পালটা জবাবও দেয় ভারতীয় সেনা। তবে পাকিস্তানের সেনাবাহিনীর হতাহতের কোন খবর পাওয়া যায়নি।