বাংলা সংবাদ২৪ সংবাদাতা– ময়মনসিংহের ভালুকায় যুবলীগ নেতা ও ইউপি সদস্যের বিরুদ্ধে কোলের শিশুকে আহত করে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তালাব গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষণ চেষ্টাকারী যুবলীগ নেতার নাম আবু বকর সিদ্দিক বাবলু। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে বাবুলের দাবি তাকে ফাঁসানো হয়েছে।
গৃহবধূ জানান, গেল বৃহস্পতিবার সন্ধ্যায় তার স্বামী বাড়িতে ছিলেন না। এই সুযোগে ইউপি সদস্য বাবুল বাড়িতে ঢুকে ধর্ষণচেষ্টা চালায়।
এ সময় তার কোলে থাকা শিশু সন্তান আহত হন। পরে কৌশলে তিনি ঘর থেকে বের হয়ে যান। এরপর দরজায় তালা দিয়ে প্রতিবেশীদের খবর দেন। স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় ওই ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।