সোমবার৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাগী’ আঁচল

দীর্ঘদিন পর আবার চলচ্চিত্রের শুটিং করছেন নায়িকা আঁচল আঁখি। মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ চলচ্চিত্রে তিনি অভিনয় করছেন নবাগত নায়ক আবিরের বিপরীতে। শুটিং শুরু হয়েছে গতকাল মঙ্গলবার থেকে।
বাংলা সংবাদ২৪ অনলাইনকে আঁচল বলেন, রাগী’ ছবিতে আমার চরিত্রটা অনেক সুন্দর। শুটিং করছি। পরিচালক গুছিয়ে কাজ করছেন। আশা করছি, দর্শক ভালো কিছু পাবেন।”
নির্মাতা মিজানুর রহমান মিজান বলেন, ‘আঁচল আমাদের দেশের গুণী একজন শিল্পী। তিনি এর আগে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। এই ছবিতেও তিনি ভালো করবেন বলে আমি বিশ্বাস করি। এ ছাড়া এখানে নায়িকা মৌমিতা মৌ অভিনয় করছেন।’
মিজানুর রহমান মিজান আরো বলেন, ‘আমরা এরই মধ্যে ছবির ৬০ শতাংশ শুটিং শেষ করেছি। আঁচলের দৃশ্যের শুটিং অনেক বাকি আছে। এখন সেগুলো করছি। আগামী ৩০ তারিখ পর্যন্ত টানা শুটিং করব। আশা করি, এর মধ্যে আমাদের বাকি সিক্যুয়েন্সের শুটিং শেষ হবে। তারপর গানের শুটিং করব দেশের বাইরে।’
‘রাগী’ তে আরো অভিনয় করছেন মুনমুন, মিশা সওদাগর প্রমুখ। নায়িকা মুনমুনকে এখানে দর্শক খল নায়িকা হিসেবে দেখতে পাবেন।