মঙ্গলবার১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সেতু আছে রাস্তা নাই -এ কোন আজব দেশ ভাই

সেতু আছে, রাস্তাও আছে। কিন্তু কেউ কারও সঙ্গে নেই। কারন সেতু আওয়ামীলীগের আর রাস্তা বিএনপির তাই, রাস্তা গেছে খালের মুখ বন্ধ করে। সেতু আছে খালের ওপর, তার দুই পাড়ে নেই সংযোগ সড়ক। শূন্যে মাচার মতো দাঁড়িয়ে থাকা সেতুটা কারোই কাজে আসছে না। মাঝখান থেকে বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। যোগাযোগের সেতুটা যোগের বদলে বিয়োগের সেতু হয়ে আছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মসুরী গ্রামে। সূত্র-প্র আ