শনিবার১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশ্যে মলত্যাগ করায় ২ শিশুকে পিটিয়ে হত্যা

 

বাংলা সংবাদ২৪ ডেক্স-ভারতের মধ্যপ্রদেশের একটি গ্রামে রাস্তার পাশে দলিত দু শিশু মলত্যাগ করায় তাদের পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত দুই শিশুর নাম রশ্নি (১২) এবং অভিনাষ (১০)। গত বুধবার এই ঘটনার পর পুলিশ অভিযুক্ত রামেশ্বর ইয়াদভ এবং হাকিম ইয়াদভকে গ্রেফতার করেছে।

এ ব্যাপাওে পুলিশ কর্মকর্তা রাজেশ চান্ডেল বলেন, দুই শিশুকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ভারতে প্রকাশ্যে মলত্যাগ বন্ধ করার জন্যে সারাদেশে টয়লেট নির্মাণের লক্ষ্যে ‘স্বচ্ছ ভারত মিশন’ নামে একটি প্রকল্প চালু আছে। গবেষণায় দেখা যায়, ভারতে সম্প্রতি টয়লেট নির্মাণ বেড়ে গেলেও পানি ও রক্ষণাবেক্ষণের কারণে বহু মানুষ এখনও খোলা আকাশের নিচে মলত্যাগ করছে।