বাংলা সংবাদ সংবাদাতা–শেষ মহুতের প্রস্তুতিতে আছেন খামারীরা ।হাটে তুলতে প্রস্তুত মোটাতাজা করা গরু। দেশীয় খাবার দিয়েই এগুলো মোটাতাজা করা হয়েছে বলে দাবি খামারীদের।
এদিকে, যশোরে আলোড়ন সৃষ্টি করেছে ১২ লাখ টাকা দামের পালসার বাবু নামে একটি গরুটি। গরুটি কিনলেই ফ্রি মিলবে পালসার মোটরসাইকেল। বাগেরহাটের ৯টি উপজেলায় ছোট-বড় মিলিয়ে ৭ হাজারের বেশি পশুর খামার রয়েছে।
এসব খামারে ব্রাহমা, ফ্রিজিয়ান, সিন্দি, শাহিওয়ালসহ বিভিন্ন উন্নত জাতের গরু মোটাতাজা করা হয়েছে। খড়, ভুট্টা, সোয়াবিনের খৈল, ডাল, ভুসি ও নারকেলের খৈল খাওয়ানো হয়েছে গরুগুলোকে। কুরবানীর ঈদকে সামনে রেখে সারা দেশেরে খামারিরা ব্যস্ত শেষ মুহূর্তে পশুর বাড়তি যত্ন।
খামারিরা জানান পশু খাদ্যের দাম বেশি হওয়ায় এবার প্রত্যাশিত মূল্য পাওয়া নিয়ে শঙ্কিত তারা। নাটোরে এবার গরু, মহিষ ছাগলসহ দুই লাখ ৯৪হাজার পশু মোটাতাজা করা হয়েছে।
এদিকে, ঈদ-উল আযহাকে সামনে রেখে যশোরে হলেস্টিয়ান জাতের একটি গরুর দাম হাকা হয়েছে ১২ লাখ টাকা। খামারি সখের বসে তার নাম রেখেছেন পালসার বাবু। এ গরুর ক্রেতাকে উপহার হিসেবে দিতে চান একটি পালসার মোটরসাইকেল।