শনিবার১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

যেন রাজকন্যে… বিয়ের মঞ্চে নুসরাত

রীতি মেনে বিয়েটা সেরেছেন নুসরাত ও নিখিল। ছবি-সংগৃহীত।

বাংলা সংবাদ২৪ ডেক্স– যেন রাজকন্যে… বিয়ের মঞ্চে নুসরাত ।পরনে লাল লেহেঙ্গা, মাথায় ওড়না, গলায় ভারি সোনার গয়না, মাথায় টিকলি, হাতে চূড়া ও কালিরাস-এ সেজে ওঠা নুসরাতকে ঠিক তেমনটাই দেখাচ্ছিল। পায়ে হেঁটেই বিয়ের মঞ্চ অবধি পৌঁছলেন কনে নুসরাত। চেয়ারে বসে হাত রাখলেন তাঁর স্বপ্নের রাজকুমারের হাতে।

বিয়ের মন্ত্র উচ্চারণে জন্য পুরোহিত মশাই ততক্ষণে তৈরি হয়েই বসে রয়েছেন। নিখিলকে দেখে মনে হল কনের বেশে হাজির হওয়া নুসরাতের চোখে চোখ রেখে কোথায় যেন তিনি হারিয়ে গেলেন। ঠিক এই মুহূর্তের অপেক্ষাতেই যেন ছিলেন নিখিল।

বিয়ের পিঁড়িতে বসার ঠিক আগের মুহূ্র্তেও বরের বেশে ছবি তুলতে দেখা গেল নিখিল জৈনকে। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে যে ছবি, ক্যাপশানে লেখা -ফাইনালি হ্যাপেনিং। ১৯ জুন বুধবার রীতি মেনে বিয়েটা সেরেছেন নুসরাত ও নিখিল। এখন থেকে তিনি নিখিল ঘরণী।

তবে আইনি মতে বিয়েটা অবশ্য হবে দেশে ফেরার পরেই। ডেস্টিনেশন ওয়েডিং হওয়ায় আমন্ত্রিতদের অনেকের পক্ষেই নুসরাত-নিখিলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব হয়নি। তাই রিসেপশন পার্টি ৪ জুলাই কলকাতাতেই রাখা হয়েছে ।