বাংলা সংবাদ২৪ সংবাদদাতা—বরিশালের আগৈলঝড়ার খাজুরিয়া গ্রামে গভধারীরিনি বৃদ্ধা মাকে রেখেছেন বাইরে টিনের ছাপড়া দিয়ে কাঠের মাচার পরিত্যক্ত ঘরে।আর মায়ের কাছ থেকে জোরপূর্বক তার জমি লিখে নিয়ে তা বিক্রি করে নিজ বাড়িতে দোতলা বিল্ডিং গড়ে স্ত্রী ছেলে-মেয়ে নিয়ে থাকেন ছেলে। ছেলের বিল্ডিংয়ে ঠাঁই না পাওয়া বৃদ্ধা মায়ের নেই কোন চিকিৎসা ও সেবা যত্ন।
অবশেষে সেই ছেলে ইউনুসকে গ্রেফতার করেছে পুলিশ। ইউনুস গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। গ্রেফতারের পর এলাকার মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে।
দীঘদিন ঢাকায় পলাতক থাকার পর কিছুদিন আগে এলাকায় এসে তার কয়েক অনুসারী নিয়ে শুরু করে ভূমিদস্যুতা, জাল জালিয়াতি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ ভূমি জরিপ এর সময় দরিদ্র লোকজনের কাছ থেকে কৌশলে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা।
এলাকার মানুষ তার বিরুদ্ধে জমি দখল, রেকর্ড করানোর জন্য টাকা নেয়া, স্থানীয়দের প্রশাসন দিয়ে হয়রানি, প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোসহ অনেক অপকর্ম রয়েছে বলে জানান।