বুধবার২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির এমপির নেত্রী শেখ হাসিনা !

হারুনুর রশিদ হারুন এমপি। ছবি: সংগৃহীত

বাংলা সংবাদ২৪ ডেক্স–সোমবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিয়েই সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘আমার নেত্রী’ বলেও সম্বোধন করেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চাইলেন দলটির সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন।

তিনি বলেন, ‘আমার নেত্রীকে (শেখ হাসিনা) অনুরোধ করব, অবিলম্বে বিষয়টা (খালেদার মুক্তি) কার্যকরের ব্যবস্থা গ্রহণ করুন।

সোমবার একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের চতুর্থ কার্য দিবসে কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় প্রস্তাবের (সাধারণ) ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘দেশের নিম্ন আদালত থেকে জঘন্যতম মামলা জামিন পাচ্ছে। অথচ আমাদের নেত্রীর জামিন হচ্ছে না। তাই সংসদ নেতার প্রতি বিশেষভাবে অনুরোধ করব আপনি বিষয়টি দেখেন। কারণ উনি হুইল চেয়ারে চলাচল করছেন।

উনার জেলখানায় থাকার কথা নয়। উনার জামিন পাওয়া উচিত। আপনি বিচার করেন সমস্যা নাই, অন্তত জামিন দেন। আমরা আশা করি আদালত যদি স্বাধীনভাবে চলতে পারে, ওখানে যারা আছেন তারা যদি স্বাধীনভাবে কাজ করতে পারেন, তাহলে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া কালই জামিন পাবেন। আপনি (শেখ হাসিনা) দ্রুত ব্যবস্থা করুন।’