বুধবার১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

গভীর কূপ থেকে ৪৭ ঘণ্টা পর জীবিত শিশু উদ্ধার

ছবি-সংগৃহীত

ডেক্স রিপোট-ভারতের হরিয়ানায় দেশটির বিপর্যয় মোকাবেলা বাহিনী এনডিআরএফ ও সেনা বাহিনীর যৌথ উদ্ধারকারী দল শিশুটিকে উদ্ধার করে। ৬০ ফুট গভীর কূপে পড়ে যাওয়ার পর দীর্ঘ ৪৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে জীবিতাবস্থায় দেড় বছরের শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে উদ্ধার করতে ওই কূপের পাশেই ৭০ ফুট একটি গর্ত খুঁড়তে হয় উদ্ধারকারী দলকে।

জানা গেছে, বুধবার বিকেলে খেলার সময়ে হঠাৎই গর্তে পড়ে যায় শিশুটি। দিনমজুর বাবা-মায়ের ১৮ মাসের ওই সন্তান গর্তে পড়ে যাওয়ায় স্থানীয় লোকজন দ্রুত পুলিশে খবর দেয়। এরপর উদ্ধারকাজ শুরু করে প্রশাসন। কিন্তু এই গভীর কূপ থেকে শিশুকে উদ্ধারে পুলিশ ও দমকলবাহিনী সক্ষম নয় বলে জানায়।

পরে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবেলা এনডিআরএফ উদ্ধারে অংশ নেয়। পরিস্থিতি বুঝে শিশুকে উদ্ধারে সেনা বাহিনীর কাছে আবেদন জানায় প্রশাসন। পরে যৌথভাবে কাজ করে এনডিআরএফ ও সেনার উদ্ধারকারী দল। আনা হয় আধুনিক সুড়ঙ্গ কাটার যন্ত্র। উদ্ধারকাজ চলাকালীন বাচ্চাটির শ্বাস নিতে যাতে সমস্যা না হয় এজন্য গর্ত দিয়ে পাইপ নামিয়ে অক্সিজেন সরবরাহ করা হয়। পাঠানো হয় বিস্কুট ও ফলের রসও।

জেলা প্রশাসক অশোককুমার মিনা জানান, যে বা যারা ওই স্থানে কূপটি খুঁড়েছিল তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ করা হবে
খবর: জি নিউজ।