বুধবার১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরের মতলবে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ:গ্রেপ্তার ৩

চাঁদপুর জেলার  মতলব উত্তর উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৩) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়– গত রোববার রাত ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে রাগ করে বাড়ির পেছনে চলে যায় ওই স্কুলছাত্রী। সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা তিন যুবক সাফায়েত (১৮), লামিম (১৮) ও রাব্বি (১৯) তাকে জোরপূর্বক ধরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান– ভুক্তভোগী পরিবার থেকে মৌখিকভাবে বিষয়টি জানানোর পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং ভুক্তভোগীকে থানায় নিয়ে আসি। তার জবানবন্দি অনুযায়ী রাতেই অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ।