বুধবার২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিজে অক্ষম তাই স্ত্রীর ঘরে অন্য পুরুষ পাঠালেন স্বামী!

ফাইল ছবি

বাংলা সংবাদ ডেক্স- ছেলে দরকার তো স্বামী নিজে অক্ষম। কিন্তু, বংশ তো আর থেমে থাকতে পারে না। ছেলে তো চাই-ই চাই। তাই নিজের স্বামীই তাকে জোর করেছেন শ্বশুরের শয্যাসঙ্গিনী হওয়ার জন্য।
মুম্বইয়ের ভিরারে এ ঘটনা ঘটে। নীকেশ গিরি নামে ওই মহিলার স্বামী যৌনমিলনে অক্ষম। তাই তার বাবাই পুত্রবধূকে ধর্ষণ করার চেষ্টা করে।
২৫ বছরের এক যুবতী স¤প্রতি সেখানের পুলিশের কাছে এমন অভিযোগ করে। মহিলা আরো অভিযোগ করেন যে, অনিল যাদব নামে এক চিকিৎসকের সঙ্গেও যৌনমিলনে তাকে জোর করে নীকেশ। স্বভাবতই এমন কুপ্রস্তাবে রাজি হননি মহিলা। তাই সারারাত তাকে কাটাতে হয় বাড়ির বারান্দায়।
পরবর্তীকালে, শ্বশুর পান্নালাল গিরিও তার ঘরে চলে আসত বলে অভিযোগ করেন মহিলা। মদ্যপ অবস্থায় তার পাশে এসে শুয়ে তাকে স্পর্শ করত পান্নালাল।
ছ’মাস আগে, আমদাবাদের তার বাবার বাড়িতে খবর পাঠান মহিলা। তার বাবা মুম্বই এলে, মেয়ে-সহ তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় গিরি পরিবার।
মুম্বই পুলিশের মহিলা শাখার এসিপি, পান্না মোমায়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গিরি পরিবার তাদের পুত্রবধূকে বিবাহবিচ্ছেদে রাজি হওয়ার জন্য শাসিয়েছে।
জানা গেছে নীকেশ গিরি ও তার বাবা পান্নালালের সঙ্গে, তাদের ওই ঘৃণ্য কাজে মদত করত নীকেশের মা ও বোনও। সুত্র-ভারতীয় গণমাদ্যমের