সোমবার১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী মন্ত্রীর বাসার দেয়াল ভাঙ্গলেন বিএনপির মেয়র!

ছবি =সংগৃহীত

বাংলা সংবাদ২৪ – সিলেটে রাস্তা প্রশস্তকরণে বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বাসা হাফিজ কমপ্লেক্সের দেয়াল ভাঙলেন সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। তবে দেয়াল ভাঙতে বেগ পেতে হয়নি মেয়র আরিফুলকে। সমঝোতার ভিত্তিতেই রাস্তার জন্য ওই জমি পররাষ্ট্রমন্ত্রী ছেড়ে দেন বলে জানা গেছে।
গত শনিবার সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী পররাষ্ট্রমন্ত্রীর হাফিজ কমপ্লেক্সে গিয়ে তাঁর বড় ভাই ড. এ কে আব্দুল মুবিনের কাছে সড়ক প্রশস্তকরণের জন্য ৫ ফুট জমি ছেড়ে দেয়ার অনুরোধ জানান। সেই অনুরোধের প্রেক্ষিতে তিনি জনস্বার্থে সড়কের জন্য ৫ ফুট জমি ছেড়ে দেন।
এরপর সোমবার হাফিজ কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের গাছ কাটা ও দেয়াল ভাঙার কাজ নিজেই শুরু করেন মেয়র আরিফুল হক। এ সময় মেয়র বলেন, হাফিজ কমপ্লেক্সের জমি জনস্বার্থে ছেড়ে দেয়া দৃষ্টান্ত হয়ে থাকবে।