মঙ্গলবার১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনকে প্রহসনে রূপান্তরিত করার কোনো ইচ্ছা নেই:- সিইসি

সিইসি কাজী হাবিবুল আউয়াল।

বিশেষ প্রতিনিধি-

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনকে প্রহসনে রূপান্তরিত করার কোনো ইচ্ছা আমাদের নেই। এটা আমরা অন্তর থেকে বলছি।”

;আজ মঙ্গলবার (২৪ মে) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সিইসি এ কথা বলেন।সিইসি বলেন- আমরা চাই, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিতে সুস্থ ধারা প্রবাহিত হোক, গণতন্ত্রের মাধ্যমে দেশের রাজনীতি আরও সুদৃঢ় হোক, সংহত হোক। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নয় বরং দেশের নাগরিক হিসেবেও এটা আমরা একান্তভাবে কামনা করি।”

;তিনি আরো বলেন- আমরা ইভিএম নিয়ে কোনো রকম সিদ্ধান্ত নেইনি। কোনো চাপের মুখে আমরা মাথা নত করব না, করছি না। ইভিএম নিয়ে আমরা ৫টা মিটিং করেছি, আগামীকালও আরও একটা মিটিং হবে। এরপর ওপেন মিটিং হবে, আপনারা দেখতে পাবেন। আমরা বলেছি- ইভিএম নিয়ে আমরা সকলের আস্থা অর্জন করতে চাই।”

;ইভিএম পদ্ধতির কোনো ভুলত্রুটি যদি কেউ ধরিয়ে দিতে পারে তাকে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেয়া হবে’- নির্বাচন কমিশনার আনিছুর রহমানের এমন বক্তব্যের বিষয়ে সিইসি বলেন- মিডিয়ার মাধ্যমে এটা প্রচারিত হয়েছে। এতে নির্বাচন কমিশন অবনমিত হয়েছে, নির্বাচন কমিশনের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।”

;এ ধরনের ঘোষণা ইসি দিতেই পারেন না। এটা আমার কাছে উদ্ভট কথা মনে হয়েছে। এত টাকাই বা আমরা কোথায় পাব? আগামী নির্বাচনে ৩০০ আসনে ইভিএমে নির্বাচন হবে, সরকারি দলের এমন বক্তব্যের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন- নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, কমিশনকে উৎসাহিত করা সকলের দায়িত্ব। ইতোমধ্যে সেই সাড়াও আমরা পেয়েছি।”

;ইভিএম নিয়ে যে কারও পক্ষে বা বিপক্ষে বক্তব্য থাকতে পারে। কিন্তু সিদ্ধান্ত নেবে কমিশন, সেই এখতিয়ার আমাদের।.