মঙ্গলবার২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

 আদালতকক্ষে গ্যাংয়ের গুলিবর্ষণ, শীর্ষ গ্যাংস্টারসহ ৪ নিহত

‘কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে তাকে গ্রেপ্তাার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। এক মামলায় আদালতে আনা হয়েছিল গোগিকে। তখনই বিরোধী গোষ্ঠীর সন্ত্রাসীরা তার উপর গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।”

;সন্ত্রাসীরা আইনজীবীদের পোশাক পরে আদালত চত্বরে ঢুকেছিলো বলে জানিয়েছে পুলিশ। গোগির উপর হামলার ঘটনায় ‘টিল্লু’ দলের সন্ত্রাসীরা জড়িত বলে সন্দেহ পুলিশের। গুলি চালনার মধ্যেই পাল্টা গুলি চালিয়েছে পুলিশও। সেই গুলিতে সন্ত্রাসী দলের ৩ জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।”

;শুক্রবারের এই ঘটনায় আদালত চত্বরের মধ্যে ৩৫ থেকে ৪০ রাউন্ড গুলি চলেছে। সেখানে কর্মরত এক নারী আইনজীবীও আহত হয়েছেন। রোহিণীর ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল বলেছেন-আইনজীবীর পোশাক পরে আততায়ীরা আদালতের মধ্যেই গোগির উপর গুলি চালায়। তার পর পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।”

;’দিল্লির ওই দুই গ্যাঙের মধ্যে বিবাদ দীর্ঘ দিনের। গত কয়েক বছরের তাদের মধ্যে লড়াইয়ের জেরে ২৫ জনেরও বেশি ব্যক্তির প্রাণ গিয়েছে। জিতেন্দ্র গোগি ২০১০ সালে বাবার মৃত্যুর পর অপরাধ জগতে প্রবেশ করে।”