মঙ্গলবার১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

 নবজাতক শিশুকে লবণ খাইয়ে হত্যা!

বাংলা সংবাদ২৪ সংবাদদাতা– ১৫ দিন বয়সের এক নবজাতককে লবণ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাবির বিরুদ্ধে। এই ঘটনায় ভাবি আরফাতুন মিমিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দিনাজপুর সদর উপজেলার চোওড়া গ্রামের হাসিনুর রহমানের স্ত্রী।

সদর উপজেলার চোওড়া গ্রামের নুর ইসলাম প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী নারগিস বেগম ১৫ দিন আগে একটি কন্যা সন্তানের জন্ম দেন। গতকাল শুক্রবার দুপুরে নিজ ঘরে নবজাতককে মৃত অবস্থায় পাওয়া যায়।

নবজাতকের মুখে ফেনা ও লবণ দেখা যায়। সন্দেহ হয় শিশুকে লবণ খাইয়ে হত্যা করা হয়। আর এই হত্যার সঙ্গে একই বাসায় থাকা সৎ ভাবির আরফাতুন মিমিকে সন্দেহ করা হয়। এ সময় তাকে গ্রামের লোকজন আটক করে পুলিশে শোপর্দ করে।এই ঘটনায় নবজাতক শিশুর বাবা নুর ইসলাম পুত্রবধু আরফাতুন মিমিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এদিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়না তদন্ত শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. দুলাল জানান, আসামিকে শনিবার বিকেলে কোর্টে চালান দিয়ে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।