বুধবার২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

টাকার জন‌্য মাকে পিটিয়ে মারল মাদকাসক্ত ছেলে

বাংলা সংবাদ২৪ সংবাদদাতা– রাজশাহীর গোদাগাড়ীতে মাদকাসক্ত ছেলের হাতে শ্রী শংকরী রাণী (৬৫) নামে এক নারী খুন হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান। নিহত শংকরী রাণী গোদাগাড়ী পৌর এলাকার শ্রীমন্তপুর মহল্লার আশু ঘোষের স্ত্রী।

মাদক কেনার টাকা চেয়ে না পওয়ায় সোমবার সকালে ছেলে সুমন ঘোষ মাকে কাঠ দিয়ে আঘাত করেন। মুমূর্ষু অবস্থায় তখনই তাকে রামেক হাসপাতালে নেয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে আইসিইউতে নেয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান শংকরী। পরে মরদেহ হাসপাতাল মর্গে নেয় পুলিশ।

নিহতের পরিবার জানিয়েছে, ছেলে সুমুন ঘোষ দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত। এনিয়ে পরিবারে সবসময় অশান্তি লেগেই থাকতো।গতকাল সোমবার মায়ের কাছে মাদক কেনার টাকা চেয়েছিলেন সুমন। কিন্তু ছেলেকে টাকা দিতে রাজি হননি মা। এনিয়ে মা ও ছেলের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে কাঠ দিয়ে মাকে মেরে পালিয়ে যান সুমন। পরে প্রতিবেশীরা আহত মাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এনিয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন। এছাড়া পলাতক অভিযুক্তকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।