শনিবার৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আল্লামা শফী গুরুতর অসুস্থ

বাংলা সংবাদ২৪ ডেস্ক– বাংলাদেশে হেফাজতে ইসলাম  আমির ও হাটহাজারী বড় মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আজ বুধবার সকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

হেফাজতে আমিরের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।

গতকাল থেকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হেফাজতে আমিরকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে আনা হয়।