বৃহস্পতিবার১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

জাজিরায় ২জন জালনোট ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

বাংলা সংবাদ২৪ সংবাদদাতা– মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ১১ ডিসেম্বর ৪ টা ৩০ মিনিটের সময় শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন হাওলাদার কান্দি গ্রামস্থ মাঝিরঘাট বাজার এলাকায়।

অভিযান পরিচালনা করে মোঃ নাসির উদ্দিন(৪৫), পিতাঃ মোঃ হাবিবুর রহমান ও মিলন বাড়ৈ(৩৫), পিতাঃ মুকুন্দ চন্দ্র বাড়ৈ, উভয় সাং-চাকধ্, থানাঃ নড়িয়া, জেলাঃ শরীয়তপুর দ্বয়কে জালনোট সহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীদের নিকট হতে ৬০০টি ১০০টাকার জালনোট(৬০,০০০/-টাকা), জালনোট বিক্রিত নগদ ১৭৯০/-টাকা এবং জালনোট ব্যবসার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও ৪টি সীমকার্ড উদ্ধার করেন।

আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় পেশাদার জালনোট ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকায় জালনোট বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত জালনোটসহ শরীয়তপুর জেলার জাজিরা থানায় হস্তান্তর করা হয়।