বৃহস্পতিবার৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

নায়িকা রুমানা মা হতে যাচ্ছেন

বাংলা সংবাদ বিনোদন ডেক্স- দেশীয় শোবিজের পরিচিত মুখ তিনি রুমানা খান । এক সময় বিজ্ঞাপন, নাটক, চলচ্চিত্র সবখানেই উজ্জ্বল উপস্থিতি ছিল তার। তবে সব ছেড়ে এখন সংসারধর্ম নিয়েই ব্যস্ত আছেন রুমানা। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।

এর আগে ২০১৫ সালে রুমানা খান যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী এলিন রহমানকে বিয়ে করেন। এবার প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে যান অভিনেত্রী বন্যা মির্জা। সেখানে রুমানার সঙ্গে দেখা হয় তার। এই অভিনেত্রীর সঙ্গে ছবি পোস্ট করে রুমানার মা হবার খবর দিলেন বন্যা মির্জা।

জানা গেছে, চলতি বছরের নভেম্বরে রুমানার ঘর আলো করতে জন্ম নেবে এক কন্যা সন্তান। রুমানা প্রথমে উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদকে বিয়ে করেছিলেন। আনজামের সঙ্গে বিচ্ছেদের পর সংসার গড়েন সাজ্জাদ নামে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে। এরপর রুমানা তৃতীয়বারের মতো এলিন রহমানকে বিয়ে করেন তিনি।