বুধবার২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাহামায় ডোরিয়ানের তাণ্ডব, নিহত ৫

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বাহামায় পাঁচ মাত্রার শক্তিশালী হারিকেন ডোরিয়ানের তাণ্ডবে অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে।

এছাড়া এতে আহত হয়েছেন ২১ জন। বাহামার প্রধানমন্ত্রী হুবার্ট মিনিস সোমবার হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
রবিবার রাতে আবাকো দ্বীপের এলবো কে এলাকা দিয়ে ডোরিয়ান যখন স্থলভাগে উঠে আসে, তখন বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২৯৫ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হওয়া আকারে ৩৫৪ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। এ সময় প্রবল ঝড়ো হাওয়ার সঙ্গে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১৮ থেকে ২৩ ফুট উঁচু জলোচ্ছ্বাসে উপকূল প্লাবিত হয় বলে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে।