মঙ্গলবার১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পেনড্রাইভ ওপেন না হলে যা করতে হবে

সহজে ডাটা বহন করার জন্য পেন ড্রাইভের কোন বিকল্প নাই। তবে অনেক সময় দেখা যায় পেনড্রাইভ ওপেন হয় না! এমন বিপাকে অনেকেই পড়েছেন।

পেনড্রাইভ ওপেন না হলে প্রথমে Start  মেন্যুতে গিয়ে control panel-এ থেকে administrative tools-এ দু’বার ক্লিক করতে হবে। তারপর computer management-এ ক্লিক করতে হবে।

এরপর বাম পাশে  দেখতে পাবেন disk management এখানে ক্লিক করলে ডান পাশে পেনড্রাইভসহ সব ড্রাইভের লিস্ট চলে আসবে। যেখান থেকে পেনড্রাইভের ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে explore অথবা open-এ ক্লিক করবেন। তাহলে পেনড্রাইভ ওপেন হবে।

এ ছাড়া মাই কম্পিউটার ওপেন করে অ্যাড্রেসবারে ক্লিক করে পেনড্রাইভ সিলেক্ট করতে হবে। তাহলে পেনড্রাইভ ওপেন হয়ে যাবে।