বৃহস্পতিবার২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ৫ই রজব, ১৪৪৭ হিজরি১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সাংসদ হতে চান ঢালিউড কুইন অপু

বাংলা সংবাদ২৪:-এবারের জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জন্য সরাসরি ভোট চেয়েছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। দেশের বিভিন্ন প্রান্তে হাজিরও হয়েছিলেন প্রচারণায়। প্রত্যক্ষভাবে রাজনীতিতে এর আগে কখনো জড়াননি তিনি। এবার কেন জড়ালেন তা জানা গেল। সম্প্রতি শেষ হয়েছে সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের শপথগ্রহণ। সারা দেশের চোখ এখন সংরক্ষিত ৫০টি নারী আসনের দিকে। কারা থাকছেন সেই তালিকায়? চমকপ্রদ এক সংবাদ জানালেন অপু। বললেন, ‘আমি সংরক্ষিত আসনের জন্য মননোয়ন চাই। এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে। আমি প্রচণ্ড পরিশ্রম করতে পারি। আছে অভিজ্ঞতাও। নারী ও শিশুদের জন্য অনেক দিন ধরে কাজ করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার ওপর আস্থা রাখেন তাহলে অবশ্যই আমি তাঁর মূল্যায়ন করব।’ ‘শুভ বিবাহ’ অভিনেত্রী আরো বলেন, ‘ছোটবেলা থেকে আওয়ামী লীগ সমর্থন করা পরিবারে বেড়ে উঠেছি। আশা করছি, ভালো কিছু করতে পারব।’