শনিবার১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দু প্রার্থী সমর্থকদের গুলা গুলিতে অণ্ডকোষ ছিঁড়ে গেল পুলিশ সদস্যের!

সংগৃহীত ছবি

ডেক্স রিপোট-রবিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার একটি ভোটকেন্দ্রে গোলাগুলির ঘটনা ঘটেছ। এ ঘটনায় পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। আহত ওই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক এবং গুলাগুলিতে গুলি তার অন্ডকোষে লেগে ছিড়ে গেছে বলে জানাগেছে।

একপর্যায়ে সেখানে ভোট কারচুপি হচ্ছে এমন খবর পাওয়ায়, এ নিয়ে দু’প্রার্থীর কর্মীদের মাঝে গুলিবিনিময়ের ঘটনার এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়। ওই ঘটনায় তাৎক্ষণিক আহত পুলিশ সদস্যকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, পূর্ব চন্দনাইশ এলাকার ওই কেন্দ্র দখলে নিতে এ হামলা চালানো হয়। আহত পুলিশ কনস্টেবল ফরহাদ হোসেনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।