বুধবার১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সফল ক্রিকেট যোদ্ধার জন্মদিন

বাংলা সংবাদ ডেক্স– বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা’র ৩৭তম জন্মদিন আজ। ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলের চিত্রা নদীর পাড়ে মহিষখোলা গ্রামে জন্ম তার।

ব্যাট-বল হাতে ক্রিকেটের বাইশ গজে যুদ্ধ করে বাংলাদেশ ক্রিকেটকে সম্মানজনক উচ্চতায় পৌঁছে দেন মাশরাফি।

১৮ বছরের ক্যারিয়ারে প্রাপ্তি অনেক ২০০১ সালে শুরু টেস্ট দিয়ে। নেতৃত্ব দিয়েছেন ৮৫ ওয়ানডে ম্যাচে যার মধ্যে ৪৭টিতে জয়ী হয় টাইগারার। আর এই কারণেই দেশের ইতিহাসে সবচেয়ে সেরা অধিনায়কের খেতাবটা তারই দখলে।

টি-টোয়েন্টিতে তার নেতৃত্বে ২৮ ম্যাচে বাংলাদেশর জয় ১০টিতে। টেস্টে অধিনায়কত্ব করেছেন একটি ম্যাচে সে ম্যাচেও জয়ী বাংলাদেশ।
২১৭ ওয়ানডেতে ২৬৬ উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী মাশরাফি টেস্টে ৩৬ ম্যাচে ৭৮টি আর টি-টোয়েন্টিতে ৫৪ ম্যাচে নিয়েছেন ৪২ উইকেট। বর্তমানে তিনি নড়াইল-২ থেকে নির্বাচিত সংসদ সদস্য ।