মঙ্গলবার৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

লেবুতলায় বালুবাহী ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত

দৃঘটনায় দুমরে মুচড়ে যাওয়া সিএন জি । ছবি -সংগৃহীত

বাংলা সংবাদ২৪ সংবাদদাতা– ৮মে বুধবার সকাল ৭টার দিকে চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের লেবুতলা নামক স্থানে বালুবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএজি চালক রফিক গাজী (৪০) ও যাত্রী মোজাম্মেল হোসেন (২৩) নিহত হয়েছেন।

নিহত চালক রফিক গাজী ফরিদগঞ্জ উপজেলার চরপোয়া গ্রামের বাসিন্দা। এবং অপরজন সিএনজি যাত্রী মোজাম্মেল এর বাড়ী পঞ্চগড় জেলায়। তার পিতার নাম মো. শহীদুল ইসলাম। তিনি চাঁদপুরে শ্রমিকের কাজ করতেন।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ট্রাক ও চালক পালিয়ে গেছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, বালুবাহী ট্রাকটি চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে আইনি প্রক্রিয়া শেষে ।