শুক্রবার৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মাশরাফি লজ্জায় ইডেন ছেড়ে চলে যান

বাংলা সংবাদ২৪ ডেস্ক– টেস্ট থেকে অবসর নিলেও গোলাপি টেস্টের সাক্ষী হতে কলকাতায় গিয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মমিনুল-মুশফিফদের দিবা-রাত্রি টেস্ট উপভোগ করতে মাঠে উপস্থিত হয়েছিলেন। কিন্তু প্রথম দিনের প্রথম সেশনের আগেই হতাশ হয়ে চলে যান মাশরাফি।

২৬ রানে চার উইকেট হারানোর পরই ইডেন ছেড়ে যান টাইগার ওয়ানডে অধিনায়ক। এতোটাই হতাশ হয়েছেন যে, টিকিট থাকা সত্ত্বেও পরদিন খেলা দেখতে আসেননি।

কতটুকু যে হতাশ হয়েছেন নড়াইল এক্সপেস তা ঝোঝা গেল তার অভিব্যক্তিতেই। অল্প কথায় তিনি বললেন, ২৬ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর বেরিয়ে গেছি। কী করবো আর থেকে।

জানা গেছে, ২২ নভেম্বরের ভারত-বাংলাদেশ টেস্টকে সামনে রেখেই কলকাতা সফরের সূচি ঠিক করেছিলেন মাশরাফি। মূলত ব্যক্তিগত কাজেই তার ভারত সফর।

২১ নভেম্বর সপরিবারে কলকাতা পৌঁছান মাশরাফি বিন মুর্তজা। পরদিনই তাকে দেখা গেল ইডেনের গ্যালারিতে। আশা ছিল রাত অবধি মমিনুল-মুশফিকদের ব্যাটিং দেখবেন। কিন্তু সে আশার গুঁড়ে বালি। ২৬ রানেই দলের চার ব্যাটসম্যান সাজঘরে ফিরলেন। আ দেখে ইডেন ছেড়ে বাসায় ফেরেন মাশরাফি।