বাংলা সংবাদ২৪ ডেস্ক– সোমবার (২৫ নভেম্বর) কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টায় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাত বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সকাল সাড়ে ৯টার আগেই জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সমর্থক ও কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের সমর্থক নেতাকর্মীরা সভাস্থলের চেয়ার দখলের চেষ্টা করে।
এ সময় হলুদ গেঞ্জি পরা এমপি সমর্থিত উপজেলা সভাপতি বাবুল আখতারের কর্মী সমর্থকদের সঙ্গে সাদা গেঞ্জি পরা জেলা আওয়ামী লীগের সভাপতি সমর্থক মেয়র তারিকুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। তারা লগি-বৈঠা ও দেশীয় আস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে খোকসা ইউনিয়নের ক্লাবমোড়, তেল পাম্প, বাস স্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে দুই পক্ষের সমর্থকরা লাঠিসোটা নিয়ে অবস্থান নেয়।
সংঘর্ষে আহত জেলা আওয়ামী লীগের সভাপতির ভাতিজা রবিন খান (২৮), জয়নাল মোল্লা (৫৫), শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম ওরফে সাইদুল (৪৩), আকাশ (১৮), আছিব (১৬), উজ্জল (৪৮), সাগর (২৬), নয়ন (৩০), লিটন (৩০), জিহাদ (১৭), দুলাল (২৮), মতিন শেখ (৩৫), হজরতকে (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ছাড়া বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নূরানী ফেরদৌস দিশা সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে যান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার জানান, কেন্দ্রীয় নেতারা জেলায় অবস্থান করছেন। নির্ধারিত সময়েই সম্মেলন শুরু হবে।
খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, গুরুত্বপূর্ণ ৮ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।