বুধবার৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

চীনে মুসলিমদের নিপীড়নে সমর্থন সৌদি যুবরাজের

ছবি-সংগৃহীত।

বাংলা সংবাদ২৪ ডেক্স–সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান চীনে উইঘুরসহ অন্যান্য মুসলমান সংখ্যালঘুদের বন্দিশিবিরে আটকে রেখে নির্যাতনের নীতিকে সমর্থন জানিয়েছেন ।বলেছেন, এটা বেইজিংয়ের অধিকার।

জাতীয় নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা উৎখাতে কাজ করার অধিকার চীনের রয়েছে। চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের বরাতে ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার খবরে এমন তথ্য পাওয়া গেছে।

ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে নির্মমভাবে হত্যাকাণ্ডের পর পশ্চিমা দেশগুলোর অসন্তোষের মুখে চীনের সঙ্গে শত শত কোটি ডলারের বাণিজ্য চুক্তি সইয়ের মধ্যে রয়েছে সৌদি আরব।

সৌদি যুবরাজকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, উগ্রমতাদর্শের প্রচার ঠেকাতে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করতে হবে। মুসলমান নেতৃবৃন্দ উইঘুরদের সংকট নিয়ে এ পর্যন্ত কখনো চীনের সঙ্গে আলোচনা তোলেননি।

এদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যবসায়িক অংশীদার হচ্ছে চীন। বন্দিশিবিরে ১০ লাখের বেশি উইঘুর মুসলমানকে আটকে রেখেছে চীন। উগ্রপন্থার বিরুদ্ধে লড়াইয়ের প্রেক্ষাপটে সেখানে বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি চলছে বলে দাবি করছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতির দেশটি।