শনিবার১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে মা-ছেলে ইয়াবাসহ আটক

র‌্যাবের হাতে আটক মা ও ছেলে ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক-বৃহস্পতিবার রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে ১৪৬৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা মা ও ছেলেকে আটক করেছে র‌্যাব।

আটকরা হলেন- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মুকুন্দপুর গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী মর্জিনা খাতুন (৪০) ও তার ছেলে মো. আনোয়ার হুসাইন (২৪)।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন বলেন, বাগজানা এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৪৬৫ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করা হয়।

তিনি আরও জানান, এই দুইজন দীর্ঘদিন ধরেই বিভিন্ন উপায়ে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহের পাশাপাশি স্থানীয়ভাবে বিক্রি করতো। দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলাবাহিনী তাদের খুঁজছিল।