বুধবার১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকাই চলচ্চিত্রে চাঁদপুরের নতুন খানের আবির্ভাব !

ছবি সংগৃহীত

বিনোদন ডেক্স: বলিউডে গত আড়াই দশক ধরেই চলছে খানদের রাজত্ব। ঢাকাই চলচ্চিত্রেও খানদের রাজত্ব কম নয়। প্রায় ডজনখানেক খান রয়েছেন। এবার ঢালিউডে চাঁদপুরের নতুন খানের আগমন ঘটেছে।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের পুত্র শান্ত খান। শাকিব খানকে নিয়ে বেশকিছু সিনেমা প্রযোজনার পর এবার তার ছেলে শান্ত খানকে নিয়ে ‘প্রেম চোর’ সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। এরই মধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই নবাগত খান।

নতুন নায়ক শান্ত খানের বাবা সেলিম খান চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান ।

চলচ্চিত্রে নায়ক হবেন বলে গত এক বছর ধরে কলকাতায় প্রশিক্ষণ নিয়েছি বলে জানান শান্ত খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি প্রস্তুত হয়ে এসেছি। এখন থেকে নিয়মিত অভিনয় করে যেতে চাই।’

গত ১০ ফেব্রুয়ারি থেকে বিএফডিসির ২নং ফ্লোরে উত্তম আকাশ পরিচালিত ‘প্রেম চোর’ সিনেমাটির শুটিং শুরু হয়েছে। শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমায় শান্ত খানের বিপরীতে অংশ নিয়েছেন পাঞ্জাবী মেয়ে নেহা আমানদ্বীপ। নেহা কলকাতার জি-বাংলা চ্যানেলের দর্শকপ্রিয় সিরিয়াল ‘স্ত্রী’র নায়িকা চরিত্রে অভিনয় করে বাংলাদেশী টিভি দর্শকদের কাছেও জনপ্রিয়। এর আগে নেহা মুম্বাই ও কলকাতার সিনেমায় অভিনয় করেছেন।

গানের শুটিংয়ের মধ্য দিয়ে সিনেমাটির শুটিং শুরু হয়। খুব শিগগির মহরতের মাধ্যমে শান্ত খানকে পরিচয় করিয়ে দিবেন বলে জানান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।