শনিবার১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার যে মূল উদ্দেশ্য তার বদলে ব্যবসায়িক উদ্দেশ্যই বড়

ফাইল ছবি

সংবাদাতা-বুধবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সরকার এসকে পাইলট হাইস্কুলে এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার মূল লক্ষ্যের চেয়ে বড় হয়ে উঠছে ব্যবসায়িক উদ্দেশ্য। আর সে জন্যই সারা দেশে যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে।

তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান করতে আগে অনুমতি লাগে। কিন্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার আগে অনুমতির প্রয়োজন হয় না। অনেকাংশেই শিক্ষার যে মূল উদ্দেশ্য তার বদলে ব্যবসায়িক উদ্দেশ্য বড় হয়ে উঠছে।

এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য একাব্বর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম প্রমুখ

ডা. দীপু মনি বলেন, শিক্ষকরা শ্রেণিতে পড়াশোনা না করিয়ে তাদের নিজেদের বাড়িতে বা কোনো কোচিং সেন্টারে ছাত্রছাত্রীদের পড়তে বাধ্য করছেন। সেখানে না পড়লে তাদের নম্বর কম দিয়ে ফেল করিয়ে দেয়া হয়। এ রকম অপরাধ যারা করেন, তাদের ধরতে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছেন।