বুধবার১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হাতির জন্য হাসপাতাল

ডেস্ক রিপোট ।। ভারতে এই প্রথম অসুস্থ হাতিদের জন্য হাসপাতাল খোলা হয়েছে। ভারতের উত্তরপ্রদেশের মথুরায় একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার তদারকিতে এ হাসপাতালটি তৈরি হয়েছে।

এ হাসপাতালে রয়েছে ডিজিটাল এক্স-রে, থার্মাল ইমেজিং, আল্ট্রাসনোগ্রাফি, ঘুম পাড়ানি বন্দুক ও কোয়ারান্টাইন ব্যবস্থা ইত্যাদি। হাসপাতালে পর্যটকরাও যেতে পারেন, খুদে থেকে বুড়ো প্রতিটি হাতিরই চিকিৎসা হচ্ছে এখানে। এছাড়াও এখানে হাতিদের দেখাশুনায় নিয়মিত আসেন তিনজন পশু চিকিৎসক।

ভারতীয় সংস্কৃতির অন্যতম অংশ হাতি, এছাড়া চোরাশিকার ও ট্রেনে চাপা পড়ে হাতির মৃত্যু বেড়েই চলেছে। সবমিলিয়ে হাতির সুরক্ষার তাগিদেই বিশাল জায়গাজুড়ে হাসপাতালটি তৈরি করা হয়েছে। বর্তমানে সেখানে প্রায় ২৪টি হাতির চিকিৎসা চলছে। ২০১৮ সালের নভেম্বর মাসে এটি চালু হয়। পর্যটকদের আকর্ষণ ও হাতিদের নিরাপত্তার জন্যও রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।