মঙ্গলবার২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরের বালিয়ায় শহীদ আব্দুর রহমানের পরিবারের জন্য তারেক রহমানের ঈদ উপহার

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত বালিয়ার আব্দুর রহমানের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সভাপতি তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

আজ মঙ্গবার ২৫ মার্চ চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামে নিহত আব্দুর রহমানের ভাইয়ের হাতে ঈদ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সেলিমুস সালাম।এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী,জেলা বিএনপির প্রচার সম্পাদক শরীফ আহম্মেদ পলাশ।

জানা যায়,আব্দুর রহমান গত বছরের জুলাই – আগস্টের গণঅভ্যুত্থানে ঢাকায় বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে নিহত হয়।

উল্লেখ্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে নিহতদের পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আবুল হোসেন মিয়াজী,সাধারন সম্পাদক আলাউদ্দিন কাজী,১নং যুগ্নসাধারন সম্পাদক মো:ফারুকুল ইসলাম, সদর থানা সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহব্বায়ক মো:জাহিদুল ইসলাম নোমান,৩নং ওয়ার্ড যুবদলের  সভাপতি রাসেল কাজী,ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো: হাবিবুউল্ল্যাহ খানসহ স্থানীয় অনেকে।